এবার আন্তর্জাতিক ফুটবল মঞ্চ থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনীয় ফুটবলার অ্যাঙ্খেল ডি মারিয়া। ঘোষণা করলেন, কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি। তবে জানিয়েছেন, ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন। আজ, বুধবার ইংল্যান্ডের ওয়েম্বলিতে গত ইউরো কাপজয়ী দেশ ইতালির বিরুদ্ধে গত কোপা আমেরিকাজয়ী দেশ আর্জেন্টিনা খেলতে নামবে। উক্ত ম্যাচের নাম দেওয়া হয়েছে ‘ফাইনালিসিমা’। সেই ম্যাচে নামার আগের দিন সংবাদমাধ্যমকে নিজের অবসরের কথা জানান ডি মারিয়া। “বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেব। আর্জেন্টিনা দলে অনেক তরুণ ফুটবলার এসেছে। তারা ধীরে ধীরে দেশের জার্সিতে নিজেদের মেলে ধরছে। দেশের হয়ে অনেক সাফল্য পেয়েছি। এর পরেও খেলা চালিয়ে গেলে সেটা স্বার্থপরের মতো আচরণ করা হবে। তাই কাতার বিশ্বকাপের পরে সরে যাব”, জানান আর্জেন্টিনীয় তারকা।
উল্লেখ্য, ৩৪ বছর বয়সী দি মারিয়া আর্জেন্টিনার হয়ে মোট ১২১টি ম্যাচ খেলেছেন। দেশের জার্সিতে ২৪টি গোল রয়েছে তাঁর। গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। জয়সূচক গোলটি এসেছিল ডি মারিয়ার পা থেকেই। এই মরসুমের পরে ক্লাব ফুটবলে প্যারিস সঁ জঁ-র জার্সিতেও আর দেখা যাবে না ডি মারিয়াকে। আগামীতে কোন ক্লাবে তিনি যাবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি। দেশের জার্সিতে তাঁকে আর দেখা যাবে না, এই ভেবে মনমরা হয়ে পড়েছেন আর্জেন্টিনার সমর্থকরা।