মঙ্গলবার সকালেই ফেসবুক লাইভে এসে কেকের গানের সমালোচনা করেছিলেন তিনি। বলেছিলেন, কে কেকে? আমরা সবাই তাঁর চেয়ে অনেক ভাল গাই। সেই ভিডিয়ো ভাইরাল হতেই রে রে করে উঠেছিলেন নেটিজেনরা। কাকতালীয় ভাবে রাতেই কলকাতায় কেকের আকস্মিক মৃত্যু ঘটে। আর তার পর থেকেই সকলের রাগ, ক্ষোভের মুখে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী। এমনকি আসছে খুনের হুমকিও। সেই অভিযোগ নিয়েই এবার পুলিশের দ্বারস্থ রূপঙ্কর ও তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ী।
স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র নতুন পর্বের শ্যুটিং চলছে। তাতে অংশ নিচ্ছেন তারকা-দম্পতি। বুধবার সেই শ্যুটেই গিয়েছিলেন দু’জনে। মাঝপথে সেখান থেকেই বাউন্সার নিয়ে সোজা থানায় যান চৈতালী। তিনি বলেন, ‘আমাকে ঠিক থাকতেই হবে এই পরিস্থিতিতে। এক নয়, একাধিক খুনের হুমকি এসেছে। প্রশাসনকে জানিয়েছি সবটা। তাঁরা বলেছেন, ব্যবস্থা নেবেন।’ উল্লেখ্য, মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পরই আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়ে কেকের। আর তার পরেই জনরোষ গিয়ে পড়েছে রূপঙ্করের উপরে। সোশ্যাল মিডিয়া ভাসছে কটাক্ষের বন্যায়। এবার তাতে যুক্ত হল খুনের হুমকিও।