বুধবার বিকেলেই রবীন্দ্র সদনে শায়িত থাকবে কেকের মরদেহ। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন গায়কের অনুরাগীরা। পাশাপাশি দেওয়া হবে গান স্যালুট সম্মান। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক থেকেই কেকে-কে সর্বোচ্চ সম্মান জানানোর বিষয়টি ঘোষণা করেছিলেন তিনি। কথা বলেছিলেন সংগীতশিল্পীর স্ত্রীর সঙ্গেও। এরপরই জেলা সফর কাটছাঁট করে তিনি ফিরে আসেন কলকাতায়। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত চলছে। বিকেল ৫টা ১৫ নাগাদ ওঁদের মুম্বইয়ের ফ্লাইট রয়েছে। তাই আমরা মরদেহ রবীন্দ্র সদনে নিয়ে যাব। সেখানেই গান স্যালুট দেওয়া হবে প্রয়াত কেকে-কে।
প্রথমে ঠিক ছিল বিমানবন্দরে হবে গানস্যালুট। যে কারণে সূচি বদল করে মুখ্যমন্ত্রী অন্ডাল থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে আসেন। কিন্তু যেহেতু ময়নাতদন্ত সময়সাপেক্ষ সেই কারণে গান স্যালুটের স্থান বদল করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
নিউমার্কেট থানা কেকে-র অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে। ইতিমধ্যেই গ্র্যান্ড হোটেলে ফরেনসিক টিম গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজও।