বিদ্যুৎ দফতরের দেওয়ালে ল্যামিনেশন করে লাগানো ওসামা বিন লাদেনের ছবি। নীচে লেখা ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার’। এমনই কাণ্ড দেখা গেল যোগী রাজ্যের ফারুকাবাদে। এই ছবি লাগিয়েছেন এসডিও স্বয়ং। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
এদিন নবাবগঞ্জের বিদ্যুৎ নিগম কার্যালয়ে কর্মচারীরা পৌঁছেই হতবাক। অফিসের ওয়েটিং রুমের দেওয়ালে লাগানো হয়েছে ওসামা বিন লাদেনের একটি ছবি। শুধু তাই নয়। ছবির উপর লেখা আছে ‘শ্রদ্ধেয় ওসামা বিন লাদেন বিশ্বের সর্বশ্রেষ্ট ইঞ্জিনিয়ার’। সঙ্গে বক্তার নামও লেখা রয়েছে রবীন্দ্র প্রকাশ গৌতম। এই ব্যক্তি স্বয়ং এলাকার এসডিও।
এই ভয়ংকর জঙ্গির ছবি দেওয়ালে লাগানোর বিষয়ে বিব্রত অবস্থা সরকারেরও। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ভাইরাল হওয়ার পরই সরিয়ে নেওয়া হয় লাদেনের ছবি। যদিও লাদেনের ছবি লাগানোর বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্ত এসডিও-র বিরুদ্ধে কোনও প্রশাসনিক পদক্ষেপ করার কথাও বলা হয়নি এখনও
যদিও এতে কোনও ভুল দেখছেন না এসডিও। ঘটনায় তাঁর কোনও হেলদোলও নেই। উল্টে স্পষ্ট বলে দিলেন, লাদেন নাকি তাঁর নাকি গুরু। এমনকি লাদেনকে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার বলে মনে করেন।