কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে তড়িঘড়ি বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে আসছেন তিনি। বিমানবন্দরে কেকে-কে গান স্যালুট দেবে পুলিশ। প্রয়াত শিল্পীর স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
কেকে-র দেহ মুম্বই নিয়ে যেতে এদিক সকালের বিমানেই কলকাতা পৌঁছেছেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণ এবং ছেলে নকুল। এসএসকেএম হাসপাতালে কেকে-র ময়নাতদন্ত করা হচ্ছে। তারপরেই দেহ নিয়ে মুম্বই ফেরার কথা তাঁদের। কিন্তু মুখ্যমন্ত্রী কেকে-র স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কিছুটা সময় চেয়ে নিয়েছেন, যাতে কেকে-কে শেষ শ্রদ্ধা জানানো যায় কলকাতাতে।
প্রশাসনিক কাজের সূত্রে এই মুহূর্তে বাঁকুড়া জেলায় রয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি চেষ্টা করছি যাতে শেষ দেখা দেখা যায়। আবহাওয়া ঠিক থাকলে অন্ডাল থেকে বিমানে কলকাতা যাব। তারপর দমদম গিয়ে পুলিশকে দিয়ে গান স্যালুট করাবো।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সকাল ১১টা ১৫ মিনিটের মধ্যে যে করেই হোক তাঁকে হেলিপ্যাডে পৌঁছতে হবে। বাঁকুড়া থেকেই প্রতিনিয়ত কো-অর্ডিনেট করছেন তিনি।