ফের বিতর্কের মুখে ভারতীয় রেলমন্ত্রক। নানান বিষয়ে জনগণের অভিযোগ-অসন্তোষ তো ছিলই। এবার মুম্বইয়ের তিলকনগর রেল স্টেশনে আজ ঘটল এক অবাক ঘটনা। রেলের সবরকম ঘোষণা বন্ধ করে মাইকে শোনানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। রেলের এই কাণ্ডে যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন নিত্যযাত্রীরা। মধ্য রেল সূত্রের খবর, নিয়মিত ঘোষণা রোজকার মতই চলছিল। তবু, রেল স্টেশনের মাইকে এইভাবে প্রধানমন্ত্রী ভাষণ শোনানোটা ভালো চোখে দেখছেন না সাধারণ যাত্রীরা। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
উল্লেখ্য, মুম্বই ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশনে এই একই ঘটনা ঘটেছে। স্বাভাবিক ভাবেই এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে আমজনতার মনে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে রেলের মত এক গুরুত্বপূর্ণ পরিবহণের ঘোষণার বদলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানো হল? এইভাবে ঘোষণা বন্ধ করে ভাষণ শোনানোর ঘটনায় রেল সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরাও। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী জমানায় দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সাংবিধানিক সংগঠনের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। মানবাধিকার কমিশন থেকে নির্বাচন কমিশন, সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করছে না, এমন অভিযোগ উঠেছে বারবার। এবার রেলের এই পদক্ষেপের কারণে আরও ঘনীভূত হল বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা আঁচ করছেন এমনই।
