দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে বেকারত্ব। কাজ হারাচ্ছে একাধিক মানুষ। মোদীর আমলে দেশের কর্মসংস্থান কার্যত তলানিতে। এবার সেই ইস্যুতেই মোদী সরকারকে কড়া সমালোচনায় বিঁধল তৃণমূল। ২০১৪ থেকে সারা দেশের প্রায় ২ কোটি মহিলা কাজ হারিয়েছেন বলে দাবি করেছে তৃণমূল। সোমবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডঃ শশী পাঁজা। বলেন, গত আট বছরে কেন্দ্রে বিজেপির সরকার আসার পর গরিব মানুষ আরও গরিব, এবং ধনীরা আরও ধনী হয়েছেন।
পাশাপাশি, এদিনের সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা অভিযোগ জানান যে, সাধারণ মানুষের দুর্ভোগ ও সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন। তিনি মনে করিয়ে দেন, যে দেশে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ, জ্বালানির দাম আকাশছোঁয়া। তিনি এও জানান, এই অবস্থায় প্রায় ২ কোটি মহিলা কাজ হারিয়েছেন। নোটবন্দী থেকে করোনাকালে কর্মসংস্থানচ্যুত কয়েক কোটি মানুষের রুটিরুজির ব্যবস্থা করতে মুখ থুবড়ে পড়েছে মোদী সরকার। এছাড়া, চন্দ্রিমা মনে করিয়ে দেন, “রান্নার গ্যাসের দাম সাধারণের জন্য হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। এদিকে পেট্রোল থেকে ৩০৭ গুণ সেস আদায় করছে মোদী সরকার। টাকার দামে রেকর্ড পতন হয়েছে এবং দেশে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না। পাশাপাশি বিদেশিরা দেশ থেকে কোটি কোটি টাকার মুনাফা করে বিদেশে নিয়ে চলে যাচ্ছেন, জানান চন্দ্রিমা।” স্বভাবতই এহেন অভিযোগের পর খানিকটা হলেও অস্বস্তিতে গেরুয়াশিবির।