কিছুদিন আগেই ঝাড়গ্রামে গিয়েছিলেন তিনি। তারপর ফের একবার জঙ্গলমহল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর গন্তব্য পুরুলিয়া ও বাঁকুড়া। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরুলিয়া ও বাঁকুড়া সফরে এসেছেন তিনি। আজ সফরের দ্বিতীয় দিনে, বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে থেকে তিনি জানালেন, তিনি চান যে এবার থেকে পুলিশের ইউনিফর্ম তৈরির বরাতও দেওয়া হোক স্বনির্ভর গোষ্ঠীকে।
প্রসঙ্গত, রাজ্যের স্কুল পড়ুয়াদের স্কুলের ইউনিফর্ম তৈরির বরাত এ বছর থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে এই প্রসঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের জন্য অনেক পোশাক তৈরি করতে হয়। সেই কাজ স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রীর কথায় সায় দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি বলেন, হাসপাতালের নার্সদের ইউনিফর্ম, ডাক্তারদের অ্যাপ্রন, কারারক্ষীদের পোশাক ইত্যাদিও স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে তৈরি করানো যায়। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে সঙ্গে সঙ্গে সায় দেন। অন্যদিকে, মুখ্যসচিব জানান, স্কুল পোশাক তৈরির কাজে এখনও পর্যন্ত প্রায় ,৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে। আরও অনেক স্বনির্ভর গোষ্ঠীকে পোশাক তৈরির কাজে যুক্ত করা যেতে পারে।
উল্লেখ্য, স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে স্কুল পড়ুয়াদের পোশাক তৈরির জন্য বাঁকুড়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। মুখ্যসচিব সোমবার বিকালে সেখানে গিয়েছিলেন। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিব তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ওখানে বেশ ভাল কাজ হচ্ছে। আরও প্রশিক্ষণ দরকার। মমতা বলেন, একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকার এখনও বকেয়া টাকা দেয়নি। ওই কাজে যুক্ত লোকেদের যারা পোশাক তৈরি করতে পারে তাদের এই কাজে ব্যবহার করা যেতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের গুরুত্ব এখন অনেক। ওই দফতরে আরও অফিসার দেওয়া দরকার। প্রসঙ্গত, ওই দফতর ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করায়।