কিছুদিন আগেই ঝাড়গ্রামে গিয়েছিলেন তিনি। তারপর ফের একবার জঙ্গলমহল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর গন্তব্য পুরুলিয়া ও বাঁকুড়া। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরুলিয়া ও বাঁকুড়া সফরে এসেছেন তিনি। আজ সফরের দ্বিতীয় দিনে, পুরুলিয়ার কর্মীসভার মঞ্চ থেকেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বরাবর কেন্দ্রের আর্থিক বঞ্চনা শিকার হচ্ছে বলে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘মোদী সরকার ভেজাল সরকার। বিজেপি এখানে আসে, অনেক কিছু বলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কিন্তু তারা কেন্দ্র থেকে রাজ্যের ন্যায্য পাওনা আদায়ে কোন সাহায্য করে না। মোদী সরকার আমাদের রাজ্য থেকে ট্যাক্স বাবদ টাকা তুলে নিয়ে যাচ্ছে।’
বিজেপি সরকারের আর্থিক বঞ্চনা নিয়ে মমতা বলেন, মোদী সরকার ১০০ দিনের প্রকল্পের অর্থাৎ মনরেগা খাতে বাংলার ৯০ কোটি টাকা আটকে রেখেছেন। যার ফলে রাজ্যে শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে। তাঁর সাফ কথা, ১০০ দিনের টাকা দাও, নয়ত বিদায় নাও। তিনি আরও বলেন, তফশীলি জনজাতি এবং সাধারণ মানুষ যাতে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের পরিষেবা ও সুবিধা পায় তা সুনিশ্চিত করতে হবে। সমস্ত প্রকল্পকে বাস্তবায়িত করতে হবে। কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। জ্বালানী তেল, গ্যাস ইত্যাদি দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে পৌঁছে গিয়েছে। এ নয়ে মমতার তোপ, ভোট এলেই মোদী সরকার, বিজেপির নেতারা ভোটমুখী প্রতিশ্রুতি দেন, ভোটের মিটলেই আর করোর কোন খোঁজও পাওয়া যায় না।
এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। কয়লা পাচার, গরু পাচার, নানান দুর্নীতি মামলায় বিরোধী দলের নেতাদেরই কেবলমাত্র টার্গেট করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। মঞ্চ থেকে তিনি বলেন, ‘কখনও লালু প্রসাদের বাড়িতে সিবিআই পাঠানো হচ্ছে, কখনও হেমন্ত সোরেনের বাড়িতে যাচ্ছে সিবিআই। কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে কেউ কোনও কথা বলছে না। বিজেপি নেতাদের গ্রেফতার করা উচিত। সিবিআই আগে সবকটাকে জেলে ঢোকাক।’ তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইডি-সিবিআইয়ের জুজু দেখিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না। তাঁর সাফ কথা, ‘কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভয় দেখানো হচ্ছে। ওরা ঠিক করেই রেখেছে ঘরে ঘরে সিবিআই পাঠাবে। আমি কিন্তু কাউকে ভয় পাই না।’