‘২০২৪ সালের মধ্যে সব বাড়িতে বাড়িতে পাইপ ওয়াটার পৌঁছে যাবে। শহরে যেমন রয়েছে তেমনই হবে’। পুরুলিয়ার কর্মী সম্মেলন থেকে মঙ্গলবার এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুরে শিল্পের জন্য ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলেও জনিয়েছেন তিনি।
এছাড়া ১০০ দিনের টাকা না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেও কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘গ্রামের মানুষ ১০০ দিনের কাজ করে। আমাদের টাকা এখান থেকে তুলে নিয়ে যায়। কারণ রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রের। সেই ৪০ শতাংশ টাকার মধ্যে ১০০ দিনের টাকা রয়েছে। বিজেপি সরকার ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের টাকা দিচ্ছে না। হয় গরিবদের টাকা দাও, নয় বিজেপি সরকার বিদায় নাও’। আর ১০০ দিনের টাকা না পেলে কর্মীদের ৫-৬ জুন থেকে ব্লকে ব্লকে মিটিং করার নির্দেশ দিয়েছেন তিনি।
পাহাড়-জঙ্গলে ঘেরা এই জেলায় ফিল্ম সিটি গড়ে তোলার কথা ঘোষণা করেছেন এ দিন। রাজ্যের পর্যটন বিভাগ ও পুরুলিয়া জেলা প্রশাসনের সহায়তায় ফিল্ম সিটি গড়ে উঠবে। বেসরকারি বিনিয়োগে ১০ একর জমি দেবেন বলে বৈঠকে জানান তিনি।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রূপসী পুরুলিয়ার এত সৌন্দর্য। বিগত কয়েক বছরে এখানে বহু ছবির শ্যুটিং হয়েছে। এখনও ধারাবাহিকভাবে হচ্ছে। তাই ফিল্ম সিটি গড়ার জন্য ১০ একর জমি দেব।’ রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।