সোমবারই দিল্লির মন্ত্রী সতেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে৷ এই ঘটনার পরই সিবিআই-ইডি দিয়ে বিরোধীদের হেনস্থা করার অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুরুলিয়ার সভা থেকে পাল্টা জাল পাঁচশো টাকার নোট ছাপানোর কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হলেন মমতা৷ বিজেপি নেতাদের বাড়িতেও ইডি- সিবিআই তল্লাশির দাবি তুললেন তিনি৷
পুরুলিয়ার কর্মিসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘লালু প্রসাদের বাড়িতে সিবিআই যাচ্ছে৷ মহারাষ্ট্র, দিল্লির মন্ত্রীদের গ্রেফতার করছে৷ হেমন্ত সোরেনকে হেনস্থা করা হচ্ছে৷ সবার জন্য ইডি- সিবিআই আছে, নোটবন্দি করতে গিয়ে একশো শতাংশের উপরে ভেজাল নোট তৈরি হয়েছে৷ বিজেপি মন্ত্রীদের ঘরে ঘরে ইডি, সিবিআই যাওয়া উচিত৷ সবকটাকে গ্রেফতার করা উচিত৷’
ইতিমধ্যেই কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের মতো তৃণমূল নেতাদের জেরা করেছে ইডি ও সিবিআই৷ দলের নেতাদের নাম না করেই এ বিষয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলনেত্রী৷
রাজ্যের অন্যান্য অংশের তুলনায় বিধানসভা নির্বাচনেও পুরুলিয়ায় তৃণমূলের ফল ছিল তুলনামূলক খারাপ৷ জেলার মাত্র তিনটি আসনে জয় পায় শাসক দল৷ এই অবস্থায় আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যাতে একটিও আসন না পায়, তা নিশ্চিত করতে দলের কর্মীদের ঘর থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তৃণমূলনেত্রী৷ সরকারি পরিষেবা মানুষ পাচ্ছেন কি না, গ্রামে গ্রামে গিয়ে সেই খোঁজ নেওয়ার জন্য দলের নেতা- কর্মীদের নির্দেশ দেন তিনি৷
আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিন দাবি করেছেন, ২০২৪-এ আর ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘যতই চেষ্টা করো, ২০২৪ আর হবে না, ওটা নো এন্ট্রি৷ এখন থেকেই জনগণ বলে দিচ্ছে, ২০২৪-এ নো এন্ট্রি৷ গরিব মানুষকে মেরে ফেলছো, রেল, কোল ইন্ডিয়া, ব্যাঙ্ক- সব বিক্রি করে দিচ্ছো’।