গত বছর অক্টোবর মাসে মাদক কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক কাণ্ডে জড়িয়ে প্রায় ২৬ দিন হাজতবাসও করেছিলেন তিনি। অবশেষে গত শুক্রবার প্রমোদতরীতে মাদক নেওয়ার মামলায় ক্লিনচিট পেয়েছেন আরিয়ান-সহ মোট ছ’জন। এনসিবি বেকসুর খালাস করেছে তাঁদের। আর এবার মাদক মামলায় তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে বদলি করা হল চেন্নাইয়ে। মাদক মামলায় আরিয়ান ও অন্যদের গ্রেফতার করেছিলেন মুম্বইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র প্রধান সমীর। সোমবার তাঁকে বদলি করা হয়েছে চেন্নাইয়ে। সেখানে ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টরেটের ডিজি পদ সামলাবেন তিনি।
অন্য দিকে, বিশেষ তদন্তকারী দল (সিট) জানায় শাহরুখ-তনয়ের বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছিলেন ওয়াংখেড়ে। এর পরই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়। এনসিবি-তে তাঁর মেয়াদ শেষে চলতি বছরের শুরুতেই মুম্বই ডিআরআই-এর আইআরএস হিসেবে নিযুক্ত হন সমীর। এ বার সেখান থেকে চেন্নাইতে বদলি করা হল ২০০৮ ব্যাচের এই আইআরএস-কে। সূত্রের খবর, আগামী ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন ‘বিতর্কিত’ এই আইআরএস অফিসার। উল্লেখ্য, ২০২১ সালের ২ অক্টোবরে মুম্বই উপকূলে একটি প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি। সেই অভিযানের নেতৃত্ব ছিলেন সমীর। সেখান থেকেই মাদক-যোগের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান ও তাঁর সঙ্গীরা।
