কিছুদিন আগেই ঝাড়গ্রামে গিয়েছিলেন তিনি। তারপর ফের একবার জঙ্গলমহল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর গন্তব্য পুরুলিয়া ও বাঁকুড়া। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরুলিয়া ও বাঁকুড়া সফরে এসেছেন তিনি। আগামী কাল অর্থাৎ ১ জুন তাঁর এই জঙ্গলমহল সফরের শেষ দিন। শোনা যাচ্ছে, তারপরই নাকি তিনি চলে যাবেন সিঙ্গুরে। ৩ জুন, শুক্রবার সিঙ্গুরে তাঁর জোড়া কর্মসূচী রয়েছে। মুখ্যমন্ত্রী এ নিয়ে নিজে কিছু না জানালেও এই খবর দিয়েছেন সিঙ্গুরের বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
প্রসঙ্গত, গতকাল পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মমতা। কাজের ঢিলেমি নিয়ে একাধিক প্রশাসনিক কর্তার বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন তিনি। দ্রুত সমস্ত সমস্যা সমাধানের নির্দেশ দেন। আজ ওই জেলায় কর্মিসভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। তারপরই বাঁকুড়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। বিকেলে বাঁকুড়ায় রয়েছে প্রশাসনিক বৈঠক। মন্ত্রী বেচারাম মান্না জানাচ্ছেন, জঙ্গলমহল সফর শেষ করেই সিঙ্গুর যাবেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর আন্দোলনের সময় বাজেমেলিয়ার মা সন্তোষীর মন্দিরে যেতেন মমতা। সেই মন্দিরেও পুজো দেওয়ার কথা তাঁর।
শুক্রবারই বাজেমেলিয়া থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কামারকুণ্ডু স্টেশনের ওভার ব্রিজের উদ্বোধন করবেন তিনি। রাজ্য ও রেল মন্ত্রকের যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে এই রেলওয়ে ওভার ব্রিজটি। শ্রমমন্ত্রী এ-ও জানান, ওভার ব্রিজ তৈরিতে রাজ্য সরকারেরও ভূমিকা রয়েছে। তাই দীর্ঘদিন ধরেই সিঙ্গুরের বাসিন্দারা চাইছিলেন মুখ্যমন্ত্রী নিজে এসে এটির উদ্বোধন করুন। স্থানীয়দের দাবি মেনেই মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনে হাজির হবেন সিঙ্গুরে।