যে পুলিশ, আমাদের রক্ষার্থে আমাদের নিরাপদে থাকেন, সেই পুলিশ কর্মীকে পড়ে থাকতে দেখা হল ডায়মন্ড হারবারের পেট্রল পাম্পে। উদ্ধার হল পুলিশ কর্মীর দেহ। তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত পুলিশ কর্মী ডায়মন্ড হারবার থানার এ এস আই সমীর দাস। বছর চুয়ান্নর এএসআই হাওড়ার শিবপুরের বাসিন্দা। মঙ্গলবার সাতসকালে এএসআইয়ের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়াল ডায়মন্ড হারবার থানা চত্বরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ডায়মন্ড হারবার থানার বাটা পেট্রল পাম্প এলাকায় ভিড় জমান স্থানীরা। জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মী ডায়মন্ড হারবার থানার এ এস আই সমীর দাস। বছর চুয়ান্নর এএসআই হাওড়ার শিবপুরের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে সমীর দাসের। পাম্পের ওই এলাকা থেকে কোনও বাস ঘোরাবার সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল পলাশ চন্দ্র ঢালী।
পেট্রল পাম্পের মধ্যে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। সেখান থেকে বেশ কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে রয়েছে সিসি ক্যামেরা। তদন্তের জন্য সেই সিসিটিভির ফুটেজ দেখা হবে পুলিশের পক্ষ থেকে এমনটা জানানো হয়। পুলিশ কর্মীর মৃত্যুর খবর দেওয়া হয়েছে বাড়ির লোকেদের। ঘটনায় শোকের ছায়া পরিবারে। যদিও তাঁরা এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও অভিযোগ তোলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ অনেকখানি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সরিষা হাই স্কুলে একটি যাত্রা উৎসবে ডিউটি ছিল সমীর দাসের। এরপরই মঙ্গলবার ভোরে বাটা পেট্রল পাম্পে স্থানীয় লোকজন পুলিশের পোশাক পরা অবস্থায় সমীর দাসকে পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ পেট্রল পাম্প থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
