সময়ের আগেই বর্ষা হাজির। অশনির প্রভাব কেটে গিয়েছে তবে প্রতিদিনই ঝোড়ো হাওয়ার সাথে ঝড় বৃষ্টি লেগেই আছে। আবারও রাজ্যে দুর্যোগের সম্ভাবনা। ঘনিয়েছে কালো মেঘ। এ রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে বলে জানা যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বর্জ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টি নয় সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। আইএমডি-র ঘোষণা অনুযায়ী, দেশে ঢুকে গিয়েছে বর্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই মৌসুমী বায়ু পৌঁছে যাবে উত্তর-পূর্ব ভারতে। তারপরই এর গন্তব্য হবে বাংলা। এর আগে অবশ্য কয়েকদিন রোদের তাপে পুড়তে হবে দক্ষিণবঙ্গবাসীকে। তবে সন্ধ্যায় স্বস্তি দিয়ে নামতে পারে বৃষ্টি। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে সন্ধ্যার দিকে। বাকি সময় দিনের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু তামিলনাড়ু, কর্নাটক ও উত্তর-পূর্ব ভারতের জেলাগুলোতে প্রবেশ করবে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢুকবে। এর প্রভাবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই আগামী দু’দিন চলবে। তৃতীয় দিন থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বমুখী গতিতে রাশ পড়বে না। আগামী দু-তিনদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর ফলে বাংলায় আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতায় ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে।