২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের জেলাগুলিতে খারাপ ফল হয় তৃণমূলের। ২০১৮ সালে রাজ্যের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের যে কয়েকটি জেলায় বিজেপি তাদের অস্তিত্ব জানান দিতে শুরু করে তার অন্যতম হল পুরুলিয়া। আর লোকসভা ভোটে পুরুলিয়া আসন হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের।
২০২১ বিধানসভা ভোটে জেলা পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের ফল লোকসভার তুলনায় ভাল হলেও এই জেলায় রয়েছে বিজেপির ভোট ব্যাঙ্ক। রাজ্যে আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগে থেকেই বুথ স্তরে এবার নিজেদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। আর আজ, মঙ্গলবার বুথের কর্মীদের নিয়েই বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে আজ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা৷ জেলার বিভিন্ন প্রান্তের বুথ স্তরীয় কর্মীরা যোগ দেবেন তাতে। আর এখান থেকেই পুরুলিয়া নিয়ে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের ফল অনুযায়ী এই জেলার ১৭০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮৩টি। বিজেপি পেয়েছে ৪৪টি। বামেরা পেয়েছিল ৩টি। কংগ্রেস পেয়েছিল ৯’টি। অন্যান্যরা পেয়েছিল ৩১ টি। পঞ্চায়েত সমিতির সাধারণ ২০টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৮’টি। বিজেপি পেয়েছিল ৪ টি। বাম ও কংগ্রেসের ঝুলি ছিল শূন্য। অন্যান্যরা পায় ৮ টি।