পুরোনো কোনও কর্মীর গায়ে যাতে আঁচড় না পড়ে। এবার শ্যামনগরের সভা থেকে এ কথা সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গতকাল অর্জুন সিংয়ের সংবর্ধনা সভায় অভিষেক বলেন, ‘পুরনো কর্মীদের গায়ে আঁচড় পড়লে ছেড়ে কথা বলব না। কর্মীরাই দলের সব থেকে বড় সম্পদ। বিজেপির কাছে অর্থ, এজেন্সি আছে, কিন্তু তৃণমূলের কর্মীদের যে আবেগ তা নেই। আপনাদের আবেগ বুঝি। তবু বলব, যদি কেউ তৃণমূল কংগ্রেসে ঢোকে তবে তাকে নিজের আদর্শ বদলে আসতে হবে।’
পাশাপাশি শ্যামনগরের মাটিতে দাঁড়িয়ে দলবদল নিয়ে তৃণমূলের অবস্থানের কথা জানিয়ে দিলেন অভিষেক। এদিন তিনি ভরা সভায় দাঁড়িয়ে ফের মিরজাফর, গদ্দারদের প্রসঙ্গ উল্লেখ করেন। এরপরই অভিষেক সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কী চান? দরজা বন্ধ করে রাখব? অভিষেক বলেন, দরজা বন্ধ করেই রাখব। দরজা খুলে দিলে দলটাই উঠে যাবে। খুঁজে পাওয়া যাবে না।