তৃণমূলে ফিরেছেন অর্জুন সিং। তাঁর দলে ফেরা উজ্জাপন করতেই সোমবার শ্যামনগরে সভা করেছেন অভিষেক। কানায় কানায় ভর্তি ছিল লোক। সেই সভায় অভিষেক বলেন, ‘বলছে এসএসসি-তে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বলে অভিষেক ব্যানার্জির গায়ে জ্বালা। আরে আমার গায়ে কোনও জ্বালা নেই। তুমি এসএসসি, পিএসসি, সারদা, নারদা, টিইটি আমার কিচ্ছু যায় আসে না’। অভিষেক বলেন, ‘এসএসসি-তে সিবিআই যা করার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আমার রাজ্য সরকার সব রকমভাবে সাহায্য করবে। কিন্তু সিবিআইকেও নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। সে বিজেপি হোক, আর তৃণমূল হোক’।
তাঁর প্রশ্ন, ‘মদন মিত্র বসে রয়েছেন এখানে। সুদীপ্ত সেনের সঙ্গে মঞ্চে ছিল বলে ৩ বছর ধরে তাকে জেলে রেখে দিয়েছিল। নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী একই মঞ্চে ছিল, তার জেল হবে না কেন?’ অভিষেকের দাবি, ‘তৃণমূল কংগ্রেস সিবিআই – ইডিকে সামনে রেখে, পুলিশকে সামনে রেখে রাজনীতি করে না। সবেতে সিবিআই দেও। কিন্তু সিবিআইয়ের গ্রহণযোগ্যতা কী? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক ২০০৪ সাল থেকে তদন্ত করছে, ১৮ বছর হল। পেয়েছো? জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হত্যাকাণ্ডের মূল যারা ষড়যন্ত্রকারী, তাদেরকে ধরেছে? সারদাকাণ্ডে সুদীপ্ত সেন চিঠি লিখে যাদের কথা জানিয়েছে, এক দিনের জন্য তাদের ডাকেনি’।
