পাট শিল্প নিয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছিলেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছিলেন। তা থেকেই তৈরি হয়েছিল তাঁর ঘর ওয়াপসির জল্পনা। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। আর তারপর থেকেই অর্জুন গড়ে শুরু হয়েছে গেরুয়া শিবিরে ভাঙন। এবার যেমন দ্বিধাবিভিক্ত শ্যামনগরের শহিদ পরিবার। ‘দাদা’ অর্জুন সিং পদ্মফুল ছেড়ে ঘাসফুলে ফিরে গিয়েছেন। আর তাঁর হাত ধরেই সোমবার ফের তৃণমূলে ফিরেছেন শহিদ পরিবারের সদস্য পুত্রবধূ সুমিত্রা মন্ডলকে।
শ্যামনগরের মন্ডল পরিবার বিজেপির শহিদ পরিবার বলেই পরিচিত। ২ মে ভোট গণনার পরই হামলা হয় শ্যামনগরের বিআরএস কলোনির বাসিন্দা বিজেপি কর্মী কমল মন্ডলের উপর। ছেলের উপর হওয়া সেই হামলা ঠেকাতে গিয়েই মৃত্যু হয় শোভারানি মন্ডলের। এখন সেই বাড়িতেই আংশিক পালাবদল। মন্ডল বাড়ির বউ সুমিত্রা ‘দাদা’ অর্জুন সিংয়ের ‘পথ অনুসরণ’ করে যোগ দিয়েছেন ঘাসফুলে। সুমিত্রার স্পষ্ট কথা, “দাদা যেদিকে, আমরাও সেদিকে।” প্রসঙ্গত, অর্জুন সিং শিবির বদল করে তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো পর, সুমিত্রা মন্ডলও ঘাসফুল থেকে পদ্মফুলে যোগ দেন। এমনকি ২৮ নম্বর ওয়ার্ডের থেকে বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেন। এখন অর্জুন সিং আবার শিবির পাল্টানোয়, বদলের রাস্তায় হাঁটতে চলেছেন সুমিত্রাও।
