২০২০ সালে ভারতের সর্ববৃহৎ কৃষক আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। কৃষি আইন বিলুপ্তির পক্ষে তাঁর জোরালো সওয়াল এবং দীর্ঘ আন্দোলন দেখেছে গোটা দেশ। এবার কালি ছেটানো হল সেই কৃষক নেতা রাকেশ টিকায়েতের মুখে। সোমবার এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর গান্ধী ভবনে। সেখানে এদিন সাংবাদিক বৈঠক করার কথা ছিল রাকেশ টিকায়েতের। কিন্তু, বৈঠক শুরু হওয়ার আগেই তাঁর মুখে কেউ কালি ছিটিয়ে দেয় বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে বেঙ্গালুরুতে।
জানা গিয়েছে, এদিন বেঙ্গালুরুর গান্ধী ভবনে কৃষক নেতা রাকেশ টিকায়েত এবং যুদ্ধবীর সিংয়ের সাংবাদিক বৈঠক করার কথা ছিল। স্থানীয় একটি চ্যানেলের একটি স্টিং অপারেশন নিয়ে সাফাই দেওয়ার জন্যই এই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল বলে খবর। সাংবাদিক বৈঠক উপস্থিতদের মধ্যে থেকেই একজন আচমকা উঠে দাঁড়িয়ে রাকেশ টিকায়েতের মুখে কালি ছুঁড়ে দেন। এরপর বৈঠকে চেয়ার ছুঁড়ে ফেলতে শুরু করেন। হইচই পড়ে যায় গান্ধী ভবনের ওই হলে। এরপর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা অভিযুক্তকে গ্রেফতার করে। রাকেশ টিকায়েত জানিয়েছেন, তাঁর সঙ্গে এই ধরণের আচরণ বিজেপি সমর্থকরাই ঘটিয়েছে।
