ট্রেক করতে বহু মানুষ বহু জায়গায় যান। কারুর শখ। কারুর এটাই একমাত্র প্রফেশন। এই বিষয়টি রোমাঞ্চকর হলেও তার পরতে পরতে থাকে বিপদ। তেমনই বিপদের মুখে পড়ল দুই যুবক। একজন বাবাই দে। যাঁর বয়স ৩৬। আরেকজন দীপেশ সাহা। যাঁর বয়স ৪৮। রাজ্য থেকে ২ যুবক গিয়েছিলেন সান্দাকফুতে ট্রেক করতে। তারপর থেকেই নিখোঁজ ২ যুবক। জানা গিয়েছে, ১৮ জনের পর্যটক দলের ট্যুর অপারেটর ছিলেন ওই ২ যুবক। কী করে নিখোঁজ, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওই ২ ট্যুর অপারেটর। তাঁরা উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা। সূত্রের খবর, ফোন আসার পরেই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে যোগাযোগ করেন দীপেশের স্ত্রী।
জানা গিয়েছে, বিধায়ক এই নিয়ে কথা বলেছেন জেলাশাসকের সঙ্গে। চলছে খোঁজ। ২৫ মে নিখোঁজ ২ জন পৌঁছেছিলেন সান্দাকফু। নিখোঁজ ২ জনেই ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত শনিবার কালিপোখরি জঙ্গলে যাওয়ার পরেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এই ২ জন। রবিবার দীপেশ তাঁর স্ত্রীকে ফোন করে জানান, তাঁরা হারিয়ে গিয়েছে গভীর জঙ্গলে। একটি পাহাড় ও ঝর্ণার কাছে তাঁরা আছে। এও জানান সঙ্গে নেই প্রয়োজনীয় খাবার ও জল। স্ত্রীকে ফোন করে উদ্ধার করার জন্য চেষ্টা করতে বলেন দীপেশ। এদিকে ট্যুর অপারেটরদের হারিয়ে সমস্যায় পড়েছেন পর্যটক দল। জানা গিয়েছে, গত ২৪ মে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন তাঁরা। আরও জানা গিয়েছে, গত রবিবার স্ত্রীকে ফোন করেছিলেন নিখোঁজ ২ যুবকের মধ্যে একজন দীপেশ সাহা। জানিয়েছিলেন, পাহাড়ি জঙ্গলে হারিয়ে গিয়েছেন, সঙ্গে নেই জল ও খাবার।