কেবল ঘর সংসার সামলানো কিংবা সন্তান লালন পালন করাই তো মেয়েদের কাজ নয়। মেয়েরা যে এখন শিক্ষা সংস্কৃতিতে কতটা এগিয়ে রয়েছে তা বলে শেষ করা যাবে না। সোমবার দুপুরে প্রকাশিত হল সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার চূড়ান্ত ফলাফলে কার্যত অভাবনীয় সাফল্য মেয়েদের। প্রথম চারটি স্থানেই রয়েছে মেয়েরা। প্রথম হয়েছেন শ্রুতি শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা আগরওয়াল। তৃতীয়স্থান পেয়েছেন গামিনী সিংলা। আর চতুর্থস্থানে রয়েছেন ঐশ্বর্য বর্মা। পঞ্চমস্থানে রয়েছেন উৎকর্ষ দ্বিবেদী।
প্রথম দশে কার্যত ছেলেদের সঙ্গে সমানতালে টক্কর দিয়েছেন মেয়েরা। প্রথম দশের মধ্যে পাঁচজন ছাত্রী এবং পাঁচজন ছাত্র। তবে প্রথম চারটি স্থান দখল করেছে মেয়েরা। ষষ্ঠস্থান পেয়েছেন যক্ষ চৌধুরী। সপ্তম স্থানে রয়েছেন সাম্যক এস জৈন। অষ্টম স্থানে রয়েছেন ঈশিতা রাঠি। নবম ও দশমস্থান পেয়েছেন যথাক্রমে প্রীতম কুমার ও হরকিরাত সিং রনধাওয়া। এদিন ইউপিএসসি পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তাতে আইএএস, আইপিএস, আইএফএস, সেন্ট্রাল সার্ভিস ‘এ’ ও সেন্ট্রাল সার্ভিস ‘বি’ তে মোট ৬৮৫ জন জায়গা করে নিয়েছেন। তার মধ্যে নতুন আইএএসের সংখ্যা ১৮০। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে জায়গা করে নিয়েছেন ৩৭ জন। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে নিয়োগ পেয়েছেন ২০০ জন।