গত শনিবারই হলদিয়ার শ্রমিকসভা থেকে বিচারব্যবস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থায় একজন দু’জন এমন আছেন যাঁরা যোগসাজশে কাজ করছেন তল্পিবাহক হিসেবে।
কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। মার্ডার কেসে স্টে (স্থগিতাদেশ) দিয়ে দিচ্ছে, ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্টে দিতে পারেন না!’ এর দু’দিনের মাথায় তাঁর এই মন্তব্যের জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আদালত যাতে স্বতঃপ্রণোদিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করে সেই আবেদনও জমা পড়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে। এ ব্যাপারে এবার প্রতিক্রিয়া জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমাকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু বলেননি যাতে আদালতের অবমাননা হয়। তিনি বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন। বিচারব্যবস্থা নিয়ে যে কেউ কথা বলতে পারে। এখানেই না থেমে চন্দ্রিমা আরও বলেন, বিচার শুধু করলেই হয় না, বিচার পাচ্ছে কিনা সেটাও দেখতে হয়। আদালতে অভিষেকের মন্তব্য নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে অবমাননার মামলা প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সেটা হাইকোর্টের ব্যাপার। তারা কী করবে সেটা তারাই বুঝবে।