গোয়ার রাজ্য মর্যাদা দিবসে গোয়াবাসীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ৩০ মে ছিল গোয়ার ৩৫তম রাজ্য মর্যাদা দিবস। ১৯৮৭ সালে এই দিনই কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দিউ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের ২৫তম রাজ্যের মর্যাদা পেয়েছিল গোয়া। বিশেষ দিনে গোয়ার মানুষকে শুভেচ্ছা জানিয়ে মমতা লিখেছেন, ‘গোয়াবাসীর লড়াকু মনোভাবের জন্য আমার অভিবাদন।’
আরবসাগরের তীরের এই রাজ্যের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সম্পর্ক গত এক বছরের। ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা নির্বাচনে প্রথম অংশ নেয় তৃণমূল। মমতা নিজে সেখানে দলের সংগঠনের কাজ দেখতে গিয়েছিলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছিলেন গোয়ার নির্বাচনের। বিধানসভায় আসন না পেলেও গোয়ার ৬ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। তার পর থেকে গোয়ায় দলের সংগঠন শক্ত করতে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এমনকি, আসন্ন গোয়ার পঞ্চায়েত নির্বাচনেও প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে।
তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ কীর্তি আজাদকে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে গোয়ায়। এরই মধ্যে রাজ্য হিসেবে গোয়ার মর্যাদা পাওয়ার ৩৫ তম বার্ষিকীতে মমতা লিখলেন, ‘আপনাদের ক্রমাগত লড়াই, রাজ্য মর্যাদা পাওয়ার জন্য একনিষ্ঠতাই গোয়াকে এই মর্যাদা এনে দিয়েছিল। যাঁরা সেই লড়াই করেছেন, তাঁদের প্রতি তৃণমূলের শ্রদ্ধা। গোয়া আরও উন্নতি করুক।’