এর আগেও বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রোল করেছেন তিনি। এবার আইপিএল-এর মিম ব্যবহার করে ফের একবার মোদীকে কটাক্ষ করলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। রবিবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল ছিল। গতকাল ক্লোজিং সেরেমনির সময়ে কুণাল একটি ছবি টুইট করেন। যেখানে গুজরাত টাইটান্সের কোনও এক ব্যাটারের মুখের জায়গায় প্রধানমন্ত্রীর মুখ বসিয়ে দিয়েছিলেন তিনি। দেখে মনে হচ্ছে যেন মোদীই ছক্কা হাঁকানোর চেষ্টা করছেন! ছবিটির ক্যাপশনে কুণাল লেখেন, ‘অগলা ইলেকশন গুজরাত মে হ্যায়…।’ বাংলায় যার অর্থ, ‘আগামী নির্বাচন গুজরাতে…।’ কুণালের টুইটের পরেই ছবিটি আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। ছবির নিচে নেটিজেনরা একই ধরনের আরও মিম পোস্ট করতে শুরু করেন।
তবে এই প্রথম নয়, এর আগেও গুজরাত নির্বাচন এবং আইপিএলকে একসুতোয় গেঁথে বিজেপিকে কটাক্ষ করেছেন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান। চলতি বছরের এপ্রিল মাসের শেষদিকে কুণাল টুইটে লিখেছিলেন, ‘যদি এ বছর আইপিএলে গুজরাত টাইটানস জিতে যায়, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে হার্দিক পাণ্ডিয়াকেই ভোটে দাঁড় করানো হবে।’ কুণাল বারবারই ইঙ্গিত দিয়েছিলেন যে এ বছর আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্স পৌঁছবে এবং জিতবেও। তাঁর দাবি ছিল, এ বছরের ডিসেম্বর মাসে গুজরাতে বিধানসভা নির্বাচন। ফলত অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে অন্য কোনও রাজ্য আইপিএল ট্রফি নিয়ে যেতেই পারবে না। কাকতালিয়ভাবে গতকাল সত্যিই গুজরাতের জয় হয়েছে।