মুসলিমদের অপছন্দ যাঁদের তাঁরা বরং পাকিস্তানে চলে যান। ভারতে হিংসা ঘৃণার কোনও স্থান নেই, জমিয়তে উলামা ই হিন্দের কর্মসমিতির দু’দিনের বৈঠকের সমাপ্তি ভাষণে বলেছেন সংগঠনের সভাপতি মাওলানা মামুদ মাদানি।
নাম না করে গেরুয়া শিবিরকে এইভাবেই পাল্টা আক্রমণ করেছেন তিনি। হিন্দুত্ববাদীদের একাংশ কথায় কথায় মুসলিমদের পাকিস্তান চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে থাকে। গত আড়াই-তিন দশক ধরে এই প্রবণতা চলে আসছে। এবার পাল্টা জবাবে পাকিস্তানকেই হাতিয়ার করলেন এই মুসলিম নেতা।
হিংসা ও ঘৃণা ভাষণ নিয়ে দেশের পরিস্থিতি রীতিমত উত্তপ্ত। প্রায় রোজই কোথাও না কোথাও সংখ্যালঘুদের উপর উৎপীড়নের খবর আসছে। সম্প্রতি মধ্যপ্রদেশে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে মুসলিম বলে মারধর করা হয়। পরে তিনি মারা যান। মৃত্যুর পর জানা যায় তিনি হিন্দু। ওই ঘটনায় দেশে শোরগোল পড়ে যায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেও সরকারি স্তর থেকে ঘটনার নিন্দা করা হয়নি।
শুধু ওই ঘটনাই নয়, বিগত কয়েকমাসে হিন্দু সাধুদের ধর্ম সংসদ থেকে মুসলিম নিধনের ফতোয়া জারি করা হয়েছে। অস্ত্র হাতে তুলে নিতে বলা হয়েছে হিন্দুদের।