কিছুদিন আগেই ঝাড়গ্রামে গিয়েছিলেন তিনি। এবার ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর গন্তব্য পুরুলিয়া ও বাঁকুড়া। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যাবেন মমতা। সেখানে শুধু প্রশাসনিক বৈঠক নয়, দলের কর্মীসভাও করবেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, আজ পুরুলিয়াতে প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুরুলিয়ায় নতুন জল প্রকল্পের উপরেই মুখ্যমন্ত্রী সবথেকে বেশি নজর দেবেন বলে মনে করছে প্রশাসনিক মহল। পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে পুরুলিয়ার জলের সঙ্কট মেটাতে জেলা প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়েই মূলত আলোচনা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
এ দিন দুর্গাপুর থেকে হেলিকপ্টারে করে পুরুলিয়ার প্রশাসনিক সভায় পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। সফরসূচি মোতাবেক বিকেল চারটে থেকেই প্রশাসনিক বৈঠক শুরু হওয়ার কথা। এ দিন পুরুলিয়া প্রশাসনিক বৈঠক করার পর মঙ্গলবার পুরুলিয়ায় কর্মিসভা করবেন মমতা। মঙ্গলবার বিকেলে বাঁকুড়া জেলাতে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। বাঁকুড়া জেলাতে ও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারই সঙ্গে বুধবার বাঁকুড়া জেলাতে কর্মিসভার করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার কর্মিসভা করেই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
