শুভেন্দু অধিকারীর খাসতালুকে দাগ কাটার পাশাপাশি শিল্পশহরে শ্রমিক সংগঠনকে একত্রিত করতে আজ হলদিয়ায় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়ার রানিচকে সংহতি ময়দানে শ্রমিক সমাবেশ থেকে বিজেপিকে একহাত নেওয়ার পাশাপাশি সিবিআই-ইডির প্রসঙ্গে তুলে কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করে তিনি বলেন, ‘আমার পিছনে ইডি সিবিআই আমার পিছনে লাগিয়েছ। আমার মাথা হেঁট করে দিয়েছ। আর তোমার মাথাও আমি দু’বার হেঁট করে দিয়েছি। বিজেপির দু’জনকে তৃণমূলে যোগদান করিয়েছি। এখন দরজা খুললে পুরো দলটাই উঠে যাবে।’
এরপরই নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, ১৯৪২ সালের আন্দোলন হল অর্থহীন, নাশকতামূলক আন্দোলন। তাঁর আদর্শে নাম লিখিয়ে এই জেলার সর্বেসর্বা বলে যিনি নিজেকে দাবি করতেন তিনি এখন ইডি, সিবিআইয়ের ভয়ে নিজের পিঠ বাঁচাতে দিল্লীর তল্পিবাহকতা করে দিনরাত কাটাচ্ছেন। এরপরই তিনি বলেন, আজ যারা ভাবছে মানুষের টাকা নিয়ে নয়ছয় করব, ইডি এর পেছনে লাগিয়ে দেব, ওর পেছনে লাগিয়ে দেব। তারা কিছুই করতে পারবে না। আমার পেছনে তো ইডি-সিবিআই লাগিয়েছ, কী করতে পেরেছ! কাঁচ কলা। তোমার ইডি, সিবিআই আমাকে ২ বার দিল্লীতে ডেকেছে। আমার মাথা নত করেছ ২ বার। আর তোমার মাথা নথ করেছি আমি ২ বার। তোমার দলের ২ জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূলে যোগ দিয়েছেন। ইডি-সিবিআই দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।