শুভেন্দু অধিকারীর খাসতালুকে দাগ কাটার পাশাপাশি শিল্পশহরে শ্রমিক সংগঠনকে একত্রিত করতে আজ হলদিয়ায় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়ার রানিচকে সংহতি ময়দানে শ্রমিক সমাবেশ থেকে বিজেপিকে একহাত নেওয়ার পাশাপাশি হলদিয়ায় ঠিকাদারদের ‘ঘুঘুর বাসা’ ভাঙার হুঁশিয়ারি দিলেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, ‘তৃণমূল করলে ঠিকাদারের পোশাক পরা চলবে না।’
শুধু তাই নয়। আগামী হলদিয়া পুরভোটে কোনও ঠিকাদার প্রার্থী হবেন না বলে সাফ জানিয়ে দেন অভিষেক। একইসঙ্গে শ্রমিকদের সঠির প্রাপ্য পাইয়ে দিতে নেতাদের পথে নামার নির্দেশও দিলেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, যে সমস্ত ঠিকাদাররা অনুগামী পরিচয় দিয়ে শ্রমিকদের প্রাপ্য বঞ্চিত করেছে, তাদের শ্রীঘরে ঢোকানোর ব্যবস্থা হচ্ছে।
অভিযুক্ত ১৫-২০ জন ঠিকাদারকে উদ্দেশ্য অভিষেকের হুঁশিয়ারি, ‘যাঁরা মনে করছেন অনুগামী সেজে শ্রমিকদের প্রাপ্য কেটে, তাঁদের মুখে গ্রাস কেড়ে নেবেন। শ্রমিকদের মাথার উপর ছড়ি ঘোরাবেন, তাঁদের উদ্দেশে এই মঞ্চ থেকে আমি হুঁশিয়ারি দিচ্ছি। ১২ ঘণ্টা কাজ করিয়ে ৮ ঘণ্টার প্রাপ্য দেবেন, তা চলতে দেওয়া যাবে না। আমি এটা হতে দেব না।’