শুভেন্দু অধিকারীর খাসতালুকে দাগ কাটার পাশাপাশি শিল্পশহরে শ্রমিক সংগঠনকে একত্রিত করতে আজ হলদিয়ায় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়ার রানিচকে সংহতি ময়দানে শ্রমিক সমাবেশ থেকে বিজেপিকে একহাত নেওয়ার পাশাপাশি সিবিআই-ইডির প্রসঙ্গে তুলে কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করে তিনি বলেন, ‘আমার পিছনে ইডি সিবিআই আমার পিছনে লাগিয়েছ। আমার মাথা হেঁট করে দিয়েছ। আর তোমার মাথাও আমি দু’বার হেঁট করে দিয়েছি। বিজেপির দু’জনকে তৃণমূলে যোগদান করিয়েছি। এখন দরজা খুললে পুরো দলটাই উঠে যাবে।’
প্রসঙ্গত, তৃতীয় মমতা সরকারের এক বছর কাটতে না কাটতে এক ডজনেরও বেশি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত দু’মাসেই গোটা ছয়েক মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে তদন্ত ভার দিয়েছে উচ্চ আদালত। যাতে এক প্রকার এই ধারণাই প্রকট হচ্ছে যে বাংলার পুলিশ বা তদন্ত সংস্থার উপর আদালতের ভরসা নেই। সামগ্রিক এই পরিস্থিতিতে শনিবার হলদিয়ার শ্রমিক সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে বিচারব্যবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ।
এদিন রানিচক ময়দানে আইএনটিটিইউসির সমাবেশে কথা প্রসঙ্গে হলদিয়া পুরসভার বিষয় টানেন অভিষেক। সেই সূত্রে বলেন, ‘আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থায় একজন দু’জন এমন আছেন যাঁরা যোগসাজশে কাজ করছেন তল্পিবাহক হিসেবে। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। মার্ডার কেসে স্টে (স্থগিতাদেশ) দিয়ে দিচ্ছে, ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্টে দিতে পারেন না!’ এরপরে অভিষেক আরও আগ্রাসী হয়ে বলেন, তাঁর এ হেন বক্তব্যের জন্য যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলেও তিনি ভয় পাবেন না। কারণ তিনি সত্যি বলছেন। এবং ভবিষ্যতে আবার বলবেন।