Mএতদিন পদাধিকার বলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হতেন রাজ্যপাল। তবে বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, রাজ্যপালের বদলে এবার আচার্য হবেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে শীঘ্রই বিধানসভায় বিল এনে আইন সংশোধন করা হবে৷ এ নিয়ে ইতিমধ্যেই রে রে করে উঠেছে বিজেপি এবং বামেরা। বৃহস্পতিবারই বাজকুলে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, সমস্ত বিজেপি বিধায়করা সর্বশক্তি দিয়ে মুখ্যমন্ত্রীর আচার্য হওয়ার প্রতিরোধ গড়ে তুলবেন৷ এবার তারই পালটা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রধানমন্ত্রী বিশ্বভারতীর উপাচার্য হলে দোষের নয়, আর মুখ্যমন্ত্রী আচার্য হলেই সমস্যা৷ হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যের এভাবেই পালটা জবাব দিলেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার হলদিয়ার কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে শ্রমিক সমাবেশে যোগ দিতে আসেন কুণাল৷ সেখানে সমাবেশে প্রবেশের আগে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর আচার্য হওয়া প্রসঙ্গে মন্তব্যকে তুলে সাংবাদিকরা কুণাল ঘোষকে প্রশ্ন করেন৷ সেই প্রশ্নের উত্তরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানান, প্রধানমন্ত্রী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন, আর মুখ্যমন্ত্রীকে যদি রাজ্য সরকার বাস্তব সম্মত চিন্তাভাবনা থেকে আচার্য করে, তাহলে তাদের দুঃখ হবে৷ এই ধরনের দ্বিচারিতার রাজনীতিতে ঠিক নয় বলেও দাবি করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷