অসুস্থ রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু যাদব বুধবার দিল্লি থেকে বিহারে তাঁর নিজ রাজ্যে ফিরেছেন, সিবিআই ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে নিয়োগে অনিয়মের অভিযোগে আরজেডি সুপ্রিমোর বিরুদ্ধে নতুন দুর্নীতির মামলার অভিযোগ আনার কয়েকদিন পর।
তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, লালুপ্রসাদ যাদব তাঁর বড় মেয়ে মিসা ভারতীর সঙ্গে পাটনায় এসেছিলেন, যার দিল্লির বাড়িতে তিনি গত মাসে পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে ছিলেন। আরজেডি প্রধানের ছেলে তেজস্বী যাদব, যিনি লন্ডনে ছিলেন, তিনিও আজ বাড়িতে এসেছেন। পাটনা বিমানবন্দরের বাইরে, তেজস্বী যাদব সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযান শীঘ্রই শেষ হবে না। ‘এটি প্রথমবার ছিল না, এবং এটি শেষও হতে যাচ্ছে না’, তিনি বলেন৷ ‘সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহার না হওয়া পর্যন্ত, বিরোধী নেতাদের উপর অভিযান অব্যাহত থাকবে। আমরা এফআইআর দেখেছি, এর আগেও সিবিআই একই জিনিস তদন্ত করেছিল, কিন্তু তারা কিছুই পায়নি। সরকারে এমন লোক আছে যাদের কারণে অন্যরা অনেক ধনী হয়েছে। তবে অবশ্যই সরকার তাদের বিরুদ্ধে অভিযান করবে না’, তিনি বলেন।
হুইলচেয়ারে লালুপ্রসাদ যাদবকে স্বাগত জানাতে বিমানবন্দরে আরজেডি সমর্থকদের বিশাল ভিড় উপস্থিত ছিল। সামনের দিনগুলিতে আরজেডি পিতৃপুরুষ, যাকে বিহারের সবচেয়ে লম্বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর, বা ওবিসি, নেতাদের একজন হিসাবে দেখা হয়, জাতি গণনার ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করার সম্ভাবনা রয়েছে।