এবার লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য ছুঁড়ে বিতর্কের কেন্দ্রে বিজেপি নেতা। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা সুপ্রিয়া সুলে উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিল। সুপ্রিয়াকে কটাক্ষ করে তিনি বলেন, “যদি রাজনীতি না বোঝেন তাহলে বাড়ি গিয়ে রান্না করুন।” একটি প্রতিবাদ সভায় এ কথা বলেছেন চন্দ্রকান্ত। যথারীতি সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েতেই প্রবল নিন্দার মুখে পড়েছেন ওই বিজেপি নেতা। তাঁকে পাল্টা কটাক্ষ করতেও ছাড়েননি এনসিপি। যদিও চাপের মুখে পড়ে সাফাইও দিয়েছেন চন্দ্রকান্ত। জানিয়েছেন, তিনি মহিলাদের সম্মান করেন। সুপ্রিয়ার সঙ্গে প্রায়শই তাঁর কথা হয় বলেও জানিয়েছেন তিনি। তবে যাই হোক না কেন, তাঁর এহেন মন্তব্যের কারণে অস্বস্তিতে গেরুয়াশিবির।
প্রসঙ্গত, স্থানীয় নির্বাচনে ওবিসি সংরক্ষণ নিয়ে বিজেপি ও এনসিপি-র মধ্যে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। মহারাষ্ট্রে এবিসি সংরক্ষণে বিজেপি বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন সুপ্রিয়া। যে কাজ বিজেপিশাসিত রাজ্যে তাড়াতাড়ি হচ্ছে, সেই কাজ কেন অন্য রাজ্যের ক্ষেত্রে দেরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। “মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন। কারও সঙ্গে দেখা করলেন। তার পরের ২ দিনের মধ্যে এমন কিছু ঘটল মধ্যপ্রদেশে ওবিসি সংরক্ষণ হয়ে গেল,” সম্প্রতি দলীয় সভায় এমনই বলেছিলেন সুপ্রিয়া।
এরপর সুপ্রিয়ার এই কথার জবাব দিতে গিয়েই তাঁকে বৈষম্যমূলক কথা বল বসেন চন্দ্রকান্ত। তিনি বলেন, “আপনি এখনও কেন রাজনীতিতে আছেন? বাড়ি চলে যান, রান্না শুরু করুন। এক জন সাংসদ হয়েও আপনি জানেন না, মুখ্যমন্ত্রীর সঙ্গে কী ভাবে দেখা করতে হয়?” স্বাভাবিকভাবেই এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। চন্দ্রকান্তের উদ্দেশে কড়া মন্তব্য করেন এনসিপি নেতৃত্ব। তাঁর উদ্দেশে বলা হয়, “রুটি বানানো শিখুন, যাতে বাড়ির কাজে স্ত্রীকে সাহায্য করতে পারেন।” এই ধরনের মন্তব্য করার অধিকার নেই বিজেপি নেতার, বলেন মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরাও।