অবশেষে ঘুচল অপবাদ। মাদক-কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ানকে বেকসুর খালাস করল এনসিবি। গত বছর অক্টোবর মাসে মাদকচক্রে জড়িয়ে পড়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক কাণ্ডে জড়িয়ে প্রায় ২৬ দিন হাজতবাসও করেছিলেন তিনি। সেই নিয়ে হই হই পড়েছিল সবার মধ্যে। তবে অবশেষে সেই অপবাদ ঘুচল। ফাইনাল চার্জশিটে তাঁর নাম বাদ দিয়েছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো৷ জানা গিয়েছে, আরিয়ান- সহ মোট ছ’জনকে এই মামলা থেকে মুক্তি দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তবে এবার আরিয়ান মামলায় বড়সড় ফ্যাসাদে পড়েছেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। তৎকালীন মুম্বই জোনাল চিফের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র, খবর সূত্রের। আরিয়ান খান মামলায় বড় ফ্যাসাদে প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। শুক্রবার কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার তরফে কোর্ডেলিয়া প্রমোদতরী মাদক মামলায় ক্লিনচিট দেওয়া হল আরিয়ান খানকে।
শাহরুখ খান পুত্রের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছে এনসিবি। এদিন কেন্দ্রীয় সংস্থার তরফে এই মামলায় যে চার্জশিট দায়ের করা হয়েছে সেখানে নাম নেই বলিউডের এই স্টারকিডের। এর জেরে ব্যাপক হইচই সোশ্যাল মিডিয়ায়। স্বভাবতই প্রশ্নের মুখে এনসিবির গ্রহণযোগ্যতা এবং কর্মপদ্ধতি। গত ২রা অক্টোবর কোর্ডেলিয়া ক্রুজে রেইড করেছিল এনসিবির যে দল তাঁদের তদন্তে বিস্তর গরমিল পাওয়া গিয়েছে তা একপ্রকার মেনে নিয়েছে এনসিবি। সংবাদমাধ্যমকে এনসিবির ডিজি এসএন প্রধান জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে যে তদন্ত করা হয়েছিল তাতে বেশ কিছু খামতি রয়েছে, বিশেষত তৎকালীন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে যেভাবে মামলাটি চালনা করেছেন’। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে জানানো হয়েছে, আরিয়ান মামলার ভুলভ্রান্তিপূর্ণ তদন্তের জেরে কেন্দ্র সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। জাল কাস্ট সার্টিফিকেটের মামলায় ইতিমধ্যেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা।
