এবার মইনুদ্দিন চিস্তির দরগাতেও খননের দাবি উঠল। রাজস্থানের একটি হিন্দু সংগঠনের দাবি, একসময় এখানেও মন্দির ছিল। তাই এই দরগা হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক।
মইনুদ্দিন চিস্তির দরগার দেওয়ালে বিভিন্ন হিন্দু সংস্কৃতির প্রতীক রয়েছে বলে দাবি করা হয়েছে। দরগার দেওয়াল এবং জানালায় স্বস্তিক চিহ্নও দেখা গিয়েছে।
মহারানা প্রতাপ সেনা নামের ওই সংগঠনটির নেতা রাজ্যবর্ধন সিং পারমারের দাবি, ‘খাজা মইনুদ্দিন চিস্তির দরগা আসলে প্রাচীন মন্দির। দেওয়াল ও জানালায় স্বস্তিক-সহ হিন্দু ধর্মের বহু প্রতীক আমরা দেখেছি। আমরা চাই পুরাতত্ত্ব বিভাগ ওই দরগায় গিয়ে সার্ভে করুক’।
যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে দরগা কর্তৃপক্ষ। দরগার খাদিমদের সংগঠনের প্রধান মইন চিস্তির সাফ কথা, আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি, দরগায় কোথাও কোনও স্বস্তিক চিহ্ন নেই। সাড়ে আটশো বছর এই দরগা এখানে দাঁড়িয়ে আছে। আজ অবধি এই ধরনের কোনও প্রশ্ন কেউ তোলেনি। আজ দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা আগে কোনওদিন দেখা যায়নি।