উড়িষ্যায় গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে বাংলার পর্যটক দলকে৷ মঙ্গলবার রাতে উড়িষ্যার দাড়িংবাড়ি থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথে পর্যটক বোঝাই একটি বাস উল্টে মোট ৬ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার সকালে তাঁদের দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ল গ্রাম। চোখের জলে প্রিয়জনদের দাহ করল হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দারা।
গত মঙ্গলবার মাঝরাতে দারিংবাড়ি থেকে ভাইজ্যাগ যাওয়ার পথে ভঞ্জনগরে উদয়নারায়ণপুরের পর্যটকদের একটি বাস উলটে যায়। মৃত্যু হয় ৬ জনের। তার মধ্যে পাঁচজন উদয়নারায়ণপুরের এবং একজন হুগলি জাঙ্গিপাড়া এলাকার। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছয় ৬ পর্যটকের দেহ।
উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উদয়নারায়ণপুরের বিডিও প্রবীরকুমার সিট-সহ প্রশাসনের কর্তারা সেখানে ছিলেন। একটি দেহ নিয়ে চলে যাওয়া হয় জাঙ্গিপাড়া। দেহ এলাকায় পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। সকাল আটটা নাগাদ দাহ করা হয়েছে মৃতদেহ।
মৃতদেহ হাওড়া পৌঁছনোর প্রায় চার ঘণ্টা পর বাসে আহতরা ফেরেন। তাঁদের প্রথমে উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করা হয়। তারপর তাদের নিয়ে যাওয়া হয় বাড়িতে। ঘরে ফিরলেও আহতদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট।