ভূস্বর্গ ফের কেঁপে উঠল গুলির লড়াইয়ে। কদিন আগেই কাশ্মীরে টেলিভিশন অভিনেত্রী আমরিন ভাটের হত্যাকাণ্ড ঘটেছে। তার রেশ কাটতে না কাটতেই এবার উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গীর গুলির লড়াইয়ে তিন লস্কর-ই-তৈবা জঙ্গী নিহত হয়েছে। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, অনুসারে ওই তিন জঙ্গী সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। তাতেই বাধা দেয় ভারতীয় সেনা। জঙ্গীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জঙ্গীর। বৃহস্পতিবার ভোরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারার জুমাগুন্ড গ্রামে অনুপ্রবেশের চেষ্টা করে লস্কর-ই-তৈবা-র তিন জঙ্গী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সেনা ও পুলিশের বিশাল বাহিনী। চারিদিক থেকেই ঘিরে নেওয়া হয় ওই এলাকা। জঙ্গীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এতে মৃত্যু হয়েছে এক ভারতীয় সেনারও।
এরপর পাল্টা গুলি ছুঁড়তে শুরু করেন সেনারা। নিহত হয় তিন জঙ্গী। তাদের কাছ উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গুলি বারুদ ও নথিপত্র। পাশাপাশি উদ্ধার করে হয়েছে তিনটি একে [সিরিজ] রাইফেল, ১২টি ম্যাগাজিন, একটি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন এবং তিনটি মোবাইল ফোন। উল্লেখ্য, উত্তর কাশ্মীরে গত দু-দিনের মধ্যে এটা দ্বিতীয় বন্দুক যুদ্ধ। বুধবার, উত্তর কাশ্মীরের বারামুল্লায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তিন পাকিস্তানি জঙ্গী এবং এক পুলিশ কর্মী। এদিনের এই ঘটনা প্রসঙ্গে এক সিনিয়ার সেনা আধিকারিক বলেন, “গত তিন দশক ধরেই জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা জারি রেখেছে পাকিস্তান, মুখে যুদ্ধ বিরতির কথা বললেও বাস্তবে ঘটছে তার উল্টোটাই। আর এর ফলেই উপত্যকার শান্তির পরিবেশ নষ্ট হচ্ছে।”