এবার কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে তলব করল ইডি। তাঁর বিরুদ্ধে উপত্যকায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ৩১ মে তাঁকে দিল্লীর ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
মাস খানেক আগে রমজান মাসের মধ্যেই ইডি তলব করেছিল ফারুক পুত্র ওমরকে। বাবা ও ছেলে দুজনেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওমর ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি।
ফারুককে ইডির তলব নিয়ে এখনও পর্যন্ত ন্যাশনাল কনফারেন্স কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে ক’দিন ধরেই কাশ্মীরের বিজেপি বিরোধী দলগুলি অভিযোগ করে আসছে, ভোটের প্রস্তুতির পাশাপাশি কেন্দ্রীয় সরকার প্রতিপক্ষ নেতাদের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করেছে। কেন্দ্রীয় এজেন্সিলিকে নেতাদের পিছনে লেলিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে কাশ্মীরের দলগুলি ভোটে সুবিধা করতে না পারে।
