এখানকার পরিস্থিতির মতো উত্তরবঙ্গের চেহারাও। চলছে রেললাইনের কাজ। একাধিক ট্রেন বাতিল। তাতে বেজায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। সংকটে পর্যটকরাও। তাই সেই সমস্যা এড়াতে শিলিগুড়ি-কলকাতা অতিরিক্ত বাস নামাল এনবিএসটিসি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। আজ, শুক্রবার থেকেই শিলিগুড়ি-কলকাতা ও কোচবিহার-কলকাতা অতিরিক্ত একটি করে বাস নামানো হচ্ছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম -র চেয়ারম্যান। শিলিগুড়ি-কলকাতা অতিরিক্ত একটি করে বাস নামাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দফতর।
প্রসঙ্গত, বর্তমানে পাহাড় সহ ডুয়ার্সেও পর্যটনের মরশুম চলছে। পাহাড়ে যেমন পর্যটকদের উপচে পড়া ভিড়, তেমনই কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে প্রচুর পর্যটক ডুয়ার্স আসছেন৷ পাহাড় হোক বা ডুয়ার্স, মূলত শিলিগুড়ি হয়েই অধিকাংশ যাতায়াত করেন। এদিকে, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেসের টিকিট নেই৷ এর মধ্যে অনেক ট্রেন বাতিল গয়ে গিয়েছে। বিমানের ভাড়াও আকাশছোঁয়া। আবার বেসরকারি বাসগুলি সুযোগ বুঝে লাগামছাড়া ভাড়া নিচ্ছে বলে অভিযোগ। ফলে সরকারি বাস বাড়ানোর দাবি তুলেছেন সাধারণ যাত্রী থেকে পর্যটকেরা।
ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে রেললাইনের কাজ চলছে। মালদা ডিভিশনেও রেললাইনে কাজ শুরু হয়েছে। ফলে উত্তরবঙ্গ ও অসম-গামী একাধিক ট্রেন বাতিল৷ বিমানের ভাড়াও আকাশছোঁয়া৷ যার জেরে কার্যত নাজেহাল হচ্ছেন উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া পর্যটক থেকে সাধারণ যাত্রীরা। এবার তাঁদের স্বস্তির বার্তা শুনিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।
২৭ মে, শুক্রবার থেকেই অতিরিক্ত বাস নামানো হচ্ছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। বর্তমানে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য দিনে দুটি বাস চলে। এদিন থেকে আরও একটি বাস চালানো হচ্ছে বলে পার্থ প্রতিম রায় জানিয়েছেন। অর্থাৎ এদিন থেকে এনবিএসটিসি-র শিলিগুড়ি-কলকাতা মোট তিনটি বাস চলবে। তবে যাত্রীদের চাহিদা থাকলে আরও বাস নামানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বাস বাড়ানোর বিষয়টি নিয়ে বৃহস্পতিবারই এনবিএসটিসি-র আধিকারিকদের সঙ্গে কথা বলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়৷ বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, পর্যটক ও যাত্রীদের সুবিধার জন্য যেমন অতিরিক্ত বাস চালানোর কথা তিনি বলেছেন, তেমনই আরও বেশ কিছু বাস প্রস্তুত রাখতে বলেছেন৷ যাতে যাত্রীদের চাহিদা বাড়লে অতিরিক্ত সেই বাসগুলি চালানো যায়৷ মূলত, হুগলির ব্যান্ডেল স্টেশন বন্ধ থাকায় এবং মালদা ডিভিশনেও রেললাইনে কাজ চলার জন্য শেষ মুহূর্তে হঠাৎ করে উত্তরবঙ্গের অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে।
অনেক ট্রেনের রুট বদল করা হয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রী থেকে পর্যটকেরা। বিশেষত যাঁরা বর্তমানে উত্তরবঙ্গে বেড়াতে এসেছেন, তাঁরা বাড়ি ফিরতে হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের কথা ভেবেই অতিরিক্ত বাস চালানোর ভাবনা-চিন্তা শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সংস্থা। শুধু শিলিগুড়ি নয়, কোচবিহার থেকেও কলকাতার জন্য অতিরিক্ত একটি বাস চালু করা হচ্ছে বলে এনবিএসটিসি সূত্রে খবর৷
বর্তমানে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ময়নাগুড়ি মিলিয়ে দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম -এর প্রায় ৬টি বাস কলকাতায় নিয়মিত যাতায়াত করে৷ যার মধ্যে শিলিগুড়ি থেকে দুটি বাস ছাড়ে। বাকি জায়গা থেকে একটি করে বাস যায়। এখন প্রয়োজন বুঝে বাসের সংখ্যা বাড়ানোর প্রতি নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তবে আপাতত ট্রেন বাতিলের জেরে যাত্রীদের অসুবিধার জন্য বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন এনবিএসটিসি-র আধিকারিকেরা৷