দেশে করোনার তৃতীয় ঢেউ এখন পুরোপুরি স্তিমিত। রাজ্য মরণ ভাইরাসের বাড়বাড়ন্ত আর নেই বললেই চলে। তবে করোনার দৌরাত্ম্য কমতে না কমতেই এবার চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স। যদিও আগেই এর জন্য সতর্কতা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। তবে শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে হাসপাতালগুলিতে আলাদা চিকিৎসা ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন রোগী দেখলে তাঁর নমুনা সংগ্রহ করে পুণের ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর পরামর্শ দিয়েছেন দফতরের কর্তারা। প্রয়োজনে আইসোলেশন বেড প্রস্তুত রাখতে হবে।
প্রসঙ্গত, ইতিমধ্যে প্রায় ১৪ টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। যার জেরে ভারতেও জারি কড়া সতর্কতা। এই মুহূর্তে দেশে কারও শরীরে মাঙ্কিপক্সের ভাইরাসের প্রমাণ না মিললেও সতর্কতা রাখা হয়েছে। ভিনরাজ্য অথবা বিদেশ থেকে আগত কারও শরীরের জ্বর ও মাথার যন্ত্রণার মতো উপসর্গ দেখা গেলেই তাঁকে নিভৃতাবাসে বা আইসোলেশনে রাখতে হবে। সেই পরামর্শ মেনে রাজ্য স্বাস্থ্য দফতরও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। এবার ফের নতুন করে আরেকটি নির্দেশিকা জারি করা হল। যাতে প্রতিটি জেলার স্বাস্থ্যবিভাগ, কলকাতা পুরসভা সমস্ত মেডিক্যাল কলেজের সুপারদের উদ্দেশে জানানো হয়েছে, ভারতে মাঙ্কিপক্সের কোনও সংক্রমণ এখনও না ঘটলেও, সাবধানতা অবলম্বনে পিছপা হওয়া চলবে না। বরং আরও বেশি করে সচেতনতার সঙ্গে নতুন রোগের মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
