নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বারবার আঘাত নেমে এসেছে। ফের আরেকবার সেই ঘটনা ঘটল। ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’-এর পর এবার কেন্দ্রীয় সরকারের নতুন শখ, হোক ‘ওয়ান নেশন, ওয়ান পুলিস ফোর্স’! আর সেই অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদ। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সারা দেশের পুলিশের জন্য ‘এক উর্দি, এক টুপি, এক চিহ্ন, এক পতাকা’ চায় কেন্দ্রীয় সরকার। ই মর্মে সব রাজ্য পুলিসের প্রধানদের (ডিজিপি) চিঠি পাঠিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদ। গত ২রা মে নিরাপত্তা পরিষদ চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের ডিজি মনোজ মালব্যকে। সূত্রের খবর, কয়েকটি রাজ্য যাবতীয় তথ্য পাঠাতে শুরু করেছে। তবে এখনও ১৮টি রাজ্য উত্তর দেয়নি।
স্বাভাবিকভাবেই চিঠির কথা প্রকাশ্যে আসতেই অ-বিজেপি রাজ্যগুলির অভিযোগ, সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী, পুলিশ ও আইনশৃঙ্খলা রাজ্যের নিয়ন্ত্রণাধীন বিষয় (স্টেট সাবজেক্ট)। তাতে অযাচিত হস্তক্ষেপের অর্থ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করা এবং সংবিধানকে উপেক্ষা করা। সপ্তম তফসিল ছাড়াও সংবিধানের ২৪৬ অনুচ্ছেদেও পুলিশের উপর রাজ্যের অধিকার প্রতিষ্ঠিত। স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বিভিন্ন রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্যাবলি একত্র করে। এছাড়া রাজ্য পুলিশের ক্ষেত্রে কেন্দ্রের তেমন কোনও ভূমিকা নেই। পুলিশ ব্যবস্থায় সংস্কারের নামে রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়ার এই অভিসন্ধি মেনে নিচ্ছে না কোনও রাজ্যই। সরব হয়েছেন বিশেষজ্ঞরাও। উঠেছে নিন্দার ঝড়।
