বিগত দু’বছরের টানা অতিমারীর পর স্বাভাবিক হয়েছে সবকিছু। ধীরে ধীরে আলোয় ফিরছে সাধারণ মানুষ। এর মধ্যে চাকরীর বাজারে এল এক সুখবর। গত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিশে আরও নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা। আর এরপরেই সেই প্রস্তুতি শুরু হয়ে যায়। এমনকি আজ বৃহস্পতিবারও পুলিশে নিয়োগের কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এক হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ কনস্টেবল পদের জন্যে নিয়োগ করা হবে বলে জানান তিনি।
তবে এক্ষেত্রে মহিলাদেরও আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশমন্ত্রী। তবে ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে মে’তে। ইতিমধ্যে -এর তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে মে মাসের ২৯ তারিখ থেকে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ জুন মাসের ২৭ তারিখ। এই সময়সীমার মধ্যেই এই পদের জন্যে আবেদন করতে হবে। তবে আবেদনকারীরা তাঁদের আবেদন ভেরিফাই করার সুযোগ পাবেন।
সরকারি ওয়েবসাইটে এই সংক্রান্ত আবেদন
তবে এই পদের জন্যে আবেদন করতে হলে এই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে-এর সরকারি ওয়েবসাইটে এই সংক্রান্ত আবেদন করতে হবে। আর সেজন্যে এই লিঙ্কে- wbpolice.gov.ইন – ক্লিক করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা পড়তে হলে ক্লিক করতে হবে এই- https://wbpolice.gov.in/writereaddata/wbp/KP_Information_to_Applicants.pdf – লিঙ্কে।
মোট কত পদে নিয়োগ?
জানা যাচ্ছে, মোট ১৬০০ শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এমনটাই জানা যাচ্ছে। ছেলে মেয়ে উভয়ই এই শূন্যপদের জন্যে আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা-
মূলত কনস্টেবল পদের জন্যে এই নিয়োগ করা হবে। আর এই জন্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা। তবে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
আবেদনকারীর বয়স-
তবে এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই পদের জন্যে। তবে আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।