বিজেপিতে দল ছাড়ার হিড়িক। সাংসদ থেকে বিধায়ক, বাদ যাচ্ছেন না কেউ। এতে নীচুতলার কর্মীদের মনোবল ধাক্কা খাচ্ছে। তৈরি হয়েছে অবিশ্বাসের আবহ। এই পরিস্থিতিতে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে দল ছাড়ছেন কিনা জিজ্ঞেস করেন বিজেপি কর্মীরা। প্রশ্ন শুনেই মেজাজ হারান সাংসদ।
শুক্রবার বর্ধমানে সাংগঠনিক বৈঠকে যোগ দেন লকেট। সেখানেই বিজেপি সাংসদকে নেতা-কর্মীরা জিজ্ঞেস করেন, ‘আপনি দলে থাকছেন তো? আপনার নামও নাকি যাওয়ার তালিকায় রয়েছে?’ এমনই অপ্রিয় প্রশ্নের মুখে পড়ে বিজেপির সাধারণ সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় মেজাজ হারান। তিনি প্রশ্নকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা চুপ করুন। কারও বিরুদ্ধে অভিযোগ করলেই হবে না। আমি যাচ্ছি, এরকম কোনও ইঙ্গিত আপনারা পেয়েছেন নাকি?’ চিৎকার করে ওঠেন তিনি।
এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে লকেট বলেন, ‘আমাদের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। ২০১৯ সালে যাঁরা লোকসভা নির্বাচনে জিতিয়েছিলেন, তাঁরা কেউ দল ছেড়ে যাননি। যাঁরা নিজেদের আখের গোছাতে পার্টিতে এসেছেন, তাঁরা চলে যেতে পারেন। তাঁরা চলে গেলে দলটা ফিল্টার হবে।’
তবে বিজেপি নেত্রী এরকম মন্তব্য করলেও তাঁকে নিয়েই দলের অন্দরে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই এমন প্রশ্ন করা হয় তাঁকে। আর তাতেই তিনি মেজাজ হারান। তবে লকেটের এহেন উত্তরেও নিশ্চিন্ত হতে পারছেন না বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, ‘অর্জুন সিংও অনেক বড় বড় কথা বলেছিলেন। তারপরে কী হয়েছে আমরা সবাই দেখেছি।’