এতদিন পদাধিকার বলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হতেন রাজ্যপাল। তবে রাজ্যপালের বদলে এবার আচার্য হবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঠিক হয়েছে। এ ব্যাপারে শিগগিরই বিধানসভায় বিল এনে আইন সংশোধন করবে রাজ্য সরকার। এ নিয়ে ইতিমধ্যেই রে রে করে উঠেছে বিজেপি এবং বামেরা। তবে এই গেল গেল রবের মধ্যেই শিক্ষাবিদ তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার নিজের মতপ্রকাশ করে জানালেন, মুখ্যমন্ত্রী আচার্য হলে অনেক কিছু ভাল করার সুযোগও রয়েছে।
তিনি বলেন, ‘রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বিপুল সংখ্যক শূন্যপদ। মুখ্যমন্ত্রী যদি আচার্য হিসেবে তা পূরণ করতে পারেন তা হলে সত্যিই খুশি হব। ছাত্র সংসদের অধিকার ফিরিয়ে দিলেও আমি খুশি হব।’ কেন তিনি একথা মনে করেন তার সপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন পবিত্রবাবু। তাঁর কথায়, ‘রাজ্য সরকারে যাঁরা থাকেন, তাঁদের হাতেই সব প্রশাসনিক ক্ষমতা রয়েছে। তুলনায় রাজ্যপালের পদ একেবারেই আলঙ্কারিক। ফলে যে বিষয়গুলোর কথা বলছি, মুখ্যমন্ত্রীর আচার্য হিসাবে সেই কাজ সুযোগ রয়েছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের কী ঝগড়া হচ্ছে তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই।’
