এ যেন জগৎসভায় শ্রেষ্ঠত্বের শিরোপা প্রাপ্তিই! এবার আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখিকা গীতাঞ্জলি শ্রী! তাঁর হাত ধরে এই প্রথম ভারতীয় ভাষায় লেখা কোনও বই আন্তর্জাতিক বুকার প্রাইজ পেল। পাশাপাশি, প্রথম বার এত বড় সাফল্য এল দেশে। হিন্দি ভাষায় লেখা গীতাঞ্জলির উপন্যাসের জন্য বিশ্বের সাহিত্য দরবারে উজ্জ্বল হয়ে উঠল দেশের মুখ।
গীতাঞ্জলির লেখা হিন্দি উপন্যাসের নাম ‘রেত সমাধি’। এই বইয়ের জন্যই বৃহস্পতিবার লন্ডনে তাঁর হাতে তুলে দেওয়া হয় বুকার পুরস্কার। পদকের সঙ্গে ৫০ হাজার পাউন্ড অর্থ পেয়েছেন তিনি। তাঁর বইটির ইংরেজি অনুবাদ করেছেন ডেইজি রকওয়েল, যার নাম ‘টুম্ব অফ স্যান্ড’। তাঁর সঙ্গে পুরস্কার ভাগ করে নিয়েছেন গীতাঞ্জলি।
উল্লেখ্য, গীতাঞ্জলির লেখা রেত সমাধি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র উত্তর ভারতে ৮০ বছরের এক বৃদ্ধা। বুকারের মঞ্চে তিনি বলেন, ‘এত বড় পুরস্কার পাব, কখনও কল্পনাও করিনি। অভিভূত আমি।’ অন্যদিকে, পুরস্কার নির্বাচক দলের অন্যতম সদস্য ফ্র্যাঙ্ক ওয়েন বলেন, এই উপন্যাসটি পড়ে বিচারকরা সকলেই খুবই আবেগতাড়িত হয়ে পড়েছেন। সকলেই বলেছেন, এটি এক অনবদ্য সৃষ্টি।