আগামী ২৬ জুন জিটিএ-র নির্বাচনের দিন ঘোষিত হয়েছে। আর সেদিনই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। তাই ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি কার্যত কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে। তৃণমূল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, বিজেপিও দেওয়াল লিখন শুরু করে দিয়েছে।
যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কোনও দলের তরফেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি৷ তাই বাম, বিজেপি, তৃণমূল কেবল দলীয় প্রতীক দিয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়ে থেমে থাকলেও আরেক ধাপ উঠে গিয়েছে কংগ্রেস। প্রার্থী তালিকা ঘোষণার আগেই বেশ কিছু জায়গায় দেওয়াল লিখনে পড়ে গিয়েছে প্রার্থীর নাম। যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে।
ঘটনাটি কার্যত স্বীকার করে নিয়েছেন নকশালবাড়ি ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার। তিনি বলেন, ‘মহকুমা পরিষদের মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে৷ নির্বাচনী প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ প্রচার শুরু হয়ে গিয়েছে৷ প্রার্থী ঘোষণা হয়ে গেলেই প্রার্থীদের নিয়ে প্রচারে নামা হবে৷’
অন্যদিকে, বাম-কংগ্রেস জোটকে সরিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের দখল নিতে ইতিমধ্যেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জয়ের ব্যাপারে আশাবাদী জেলা তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ বলেন, ‘এবার শিলিগুড়ি পুরনিগমের মতো মহকুমা পরিষদেও তৃণমূল জিতবে৷’