হিজাব-ইস্যু নিয়ে ফের উত্তাপ ছড়াল বিজেপিশাসিত কর্ণাটকে। বৃহস্পতিবার মাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করে হিন্দু কট্টরপন্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে মুসলিম ছাত্রীদের হিজাব খুলে ঢুকতে হবে। যারা খুলে আসবে না, তাদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। ক্যাম্পাসেই তারা তাদের দাবিতে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ। জানা গিয়েছে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পঠন-পাঠন বন্ধ রয়েছে। জানা গিয়েছে, ৪০ থেকে ৫০ জন ছাত্র এদিন আচমকাই হিজাব পরিধানের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা তাদের দাবিপ স্বপক্ষে কর্নাটক হাইকোর্টের একটি রায়ের উল্লেখ করে। আন্দোলনরত পড়ুয়াদের হাতে ছিল পোস্টার-ব্যানার। সেখানে লেখা হিজাব বিরোধী স্লোগান।
প্রসঙ্গত, আন্দোলনরতদের দাবি, কলেজ ডেভেলপমেন্ট অথরিটি অবিলম্বে মুসলিম পড়ুয়াদের জানিয়ে দিক, ক্যাম্পাসে কোনওভাবেই হিজাব পরে আসা যাবে না। অঘোষিত এই কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় অচলাবস্থা। কিছুদিন আগে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ আওয়াস্থি এবং বিচারপতি জেএম খাজি এক রায়ে বলেন, ইসলাম ধর্মীর ক্ষেত্রে হিজাব একেবারেই বাধ্যতামূলক নয়। পাশাপাশি দুই বিচারপতির বেঞ্চ এও বলে, সরকার যদি মনে করে কোনও পোশাক রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট করছে, সে ক্ষেত্রে সরকার নির্দিষ্ট ওই পোশা পরিধানের ওপর জারি করতে পারে নিষেধাজ্ঞা। এই রায় হিন্দুকট্টরপন্থীদের হাতে অস্ত্র হয়ে উঠবে কার্যক্ষেত্রে বৃহস্পতিবার সেটাই ঘটল। যার পূর্বাভাস এর আগেই দিয়েছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।