করোনা অতিমারীর কারণে গত দু-বছর বন্ধ ছিল সমস্ত রকম অনুষ্ঠান। সেই পরিস্থিতি কাটিয়ে এবছর অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল একাডেমি বিশ্ববিদ্যালয়। কাজী নজরুল ইসলাম, বাঙালি জীবনে-যাপনে অতঃপ্রতভাবে জড়িয়ে রয়েছেন কবি। তাঁর গান, তাঁর কবিতা আজও মুগ্ধ করে রেখেছে পাঠক ও দর্শককে। তাঁর পরিচয় অনেক হলেও বাঙালি পাঠকের কাছে তিনি ‘বিদ্রোহী কবি’।
উল্লেখ্য, বৃহস্পতিবার কবির ১২৩ তম জন্মদিন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হচ্ছে কবির জন্মদিন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আসানসোলে কবির জন্মভিটে কবিতীর্থ চুরুলিয়ায় সাড়ম্বরে পালিত হচ্ছে নজরুল জয়ন্তী। নজরুল অ্যাকাডেমি নজরুল বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করার পর এই অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা। তিন দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা চলে কবির জন্মভিটেতে।
কবির জন্মভিটেতে এদিন সকালে প্রভাতফেরীতে অংশ নেয় স্থানীয় মানুষেরা। বৃহস্পতিবার সকালে কবিতীর্থ চুরুলিয়ায় কবির জন্মভিটেয় কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাজী নজরুল ইসলামের গান ও কবিতা নিয়েই চর্চা হয়। পাশে উপস্থিত নজরুল অ্যাকাডেমির সদস্য ও গ্রামের সাধারণ মানুষজন।