গ্রুপ পর্বে ভাল খেললেও তীরে এসে ডুবল তরী। শেষ রক্ষা হল না কিছুতেই। বেঙ্গালুরুর ২০৮ রান তাড়া করতে পারেনি লখনউ। শেষ দিকে ছন্দ হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এলিমিনেটরে বেঙ্গালুরুর কাছে হেরে বিদায়ই নিল তারা। প্রায় শেষ পর্যন্ত থেকে চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি কেএল রাহুল। রবি শাস্ত্রী মনে করছেন, আরও আগে থেকে আক্রমণ করা শুরু করলে ম্যাচটা জিততেও পারত বেঙ্গালুরু। তারা বড্ড দেরিতে আক্রমণ শুরু করেছে। শাস্ত্রী বলেছেন, “একটু আগে থেকে মারতে শুরু করা উচিত ছিল।
অনেক সময়ই হিসেবের ভুলে আমরা দেরি করে ফেলেছি। আমার মতে, ৯ থেকে ১৪ ওভারের মধ্যে কোনও একজন বোলারকে চিহ্নিত করে তাঁকে আক্রমণ করা উচিত ছিল।” ভারতের প্রাক্তন কোচের সংযোজন, “যখন হুডা এবং রাহুল ব্যাটিং করছিল, তখন আমার মনে হয়েছে রাহুলেরও আক্রমণাত্মক ব্যাটিং করা উচিত। উল্টোদিক থেকে হুডা এমনিতেই আক্রমণাত্মক খেলছিল। রাহুল যদি আর একটু ঝুঁকি নিত এবং ৯ থেকে ১৩ ওভারের মধ্যে কোনও নির্দিষ্ট বোলারকে মারতে পারত, তা হলে সুবিধা হত। কারণ হর্ষল পটেলকে যে শেষ দিকে ফিরিয়ে আনা হবে সেটা সবাই জানত। আগে মারতে শুরু করলে শেষের দিকে অতটা চাপ থাকত না।”
