সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতের। পরপর আটটি ছবি ফ্লপ তাঁর। বক্স অফিসে ক্রমাগত ব্যর্থতা। তবে কি কঙ্গনা রানাওয়াতের কেরিয়ার অনিশ্চয়তার মুখে? উঠছে প্রশ্ন। ২০১৫ সালে সানি দেওলের সঙ্গে ‘আই লাভ এনওয়াই’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন কঙ্গনা। ছবিটি বক্স অফিসে দাঁড়াতেই পারেনি। এরপর সেই বছরেই আমির খানের ভাগ্নে ইমরান খানের সঙ্গে ‘কাট্টি বাট্টি’ ছবিটি করেন কঙ্গনা। মুখথুবড়ে পড়ে সেটি। ২০১৭ সালে বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’-এ কাজ করেন কঙ্গনা। সেটিও একেবারেই সাফল্য পায়নি।
এরপর ২০১৭ সালেই ‘সিমরন’ ছবিতে হাজির হন কঙ্গনা, কিন্তু সেবারেও অধরা সাফল্য। লক্ষ্মীবাঈয়ের জীবনকে উপজীব্য তৈরি হওয়া এই ছবিতে নাম ভূমিকায় ছিলেন কঙ্গনা। কিন্তু ডাহা ফেল করে ছবিটি। সিনেমার নির্মাণের খরচ পর্যন্ত ঘরে তুলতে পারেননি প্রযোজক। ২০১৯ সালে মুক্তি পায় ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’। কঙ্গনা অভিনীত ছবিটি দেখতে যাননি দর্শকেরা। চূড়ান্ত ফ্লপ হয় ছবি। কঙ্গনার ফ্লপ তালিকার শীর্ষে থাকবে ‘পাঙ্গা’ ছবিটি। কঙ্গোনাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘ধাকড়’ ছবি। এই ছবিও দাগ কাটতে ব্যর্থ। কাজেই তাঁর কেরিয়ারের আগামী যে কতটা মসৃণ, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
